সাধারণ জ্ঞান প্রতিযোগীতায় বিভাগে প্রথম নেত্রকোনার ছাত্রী তোয়া

বিজয় দাস, প্রর্তিনিধি, নেত্রকোনাঃ বঙ্গবন্ধুকে জানো, বাংলাদেশকে জানো’ বিষয়ক সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় ময়মনসিংহ বিভাগে প্রথম হয়েছে জেলার মোহনগঞ্জ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সায়বা খানম তোয়া। পরে জাতীয় পর্যায়ে প্রতিযোগীতায় অংশগ্রহণ করবে সে।

জাতীয় শিশু পুরষ্কার-২০২১ উপলক্ষে শনিবার (২৮ মে) ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এনামুল হক এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রতিযোগীতা শেষে প্রথম স্থান অধিকারী তোয়াকে সনদ ও বই উপহার দেওয়া হয়।

সায়বা খানম তোয়া নেত্রকোনার মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। মোহনগঞ্জ পৌরশহরের রোমান খান ঠাকুরের মেয়ে তোয়া।

সায়বা খানম তোয়ার বাবা রোমান খান ঠাকুর বলেন, তোয়া এরআগে ২০১৯ সালে উপস্থিত বক্তৃতায় আন্তঃ প্রাথমিক বিদ্যালয় প্রতিযোগীতায় জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করে। এছাড়া বেশ কয়েকবার জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে।

মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোতাহার হোসেন বলেন, তোয়ার সাফল্যে আমরা গর্ববোধ করছি। সামনে জাতীয় পর্যায়ে প্রতিযোগীতায় সে অংশ নেবে। তার চুড়ান্ত সাফল্যের জন্য সবার কাছে দোয়া চাই।”
Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর