কমলনগরে বাঁধ নির্মাণ বাস্তবায়নে এক সপ্তাহের আলটিমেটাম

হাওর বার্তা ডেস্কঃ লক্ষ্মীপুরের কমলনগরে বর্ষার আগে মেঘনা নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণ কাজ দ্রুত বাস্তবায়নে এক সপ্তাহের আলটিমেটাম দিয়েছেন এলাকাবাসী। না হলে সড়ক অবরোধ ও উপজেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যালয় ঘেরাওসহ কঠোর কর্মসূচি পালন করবেন তারা।

শনিবার (২৮ মে ) দুপুরে উপজেলার চরফলকন ইউনিয়নের পাটোয়ারীর হাট নদী ভাঙা রক্ষা মঞ্চের ব্যানারে আয়োজিত মানববন্ধনে এ ঘোষণা দেওয়া হয়।

পাটোয়ারী হাট বাঁচাও মঞ্চের আহ্বায়ক সরোয়ার আলম সরদার বলেন, আমরা নদীভাঙন থেকে বাঁচতে চাই। ঠিকাদাররা এখন কাজ চালু না করলে আমরা এক সপ্তাহ পর সড়ক অবরোধ, পাউবোর কার্যালয় ঘেরাও করবো। এ বিষয়ে দ্রুত প্রশাসনের কার্যকরী হস্তক্ষেপ চাচ্ছি।

লক্ষ্মীপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদ  বলেন, বালু সংকটের কারণে ঠিকাদাররা কিছুদিন কাজ বন্ধ রাখেন। শিগগিরই বাঁধ নির্মাণের কাজ পুনরায় শুরু হবে। তবে পাটোয়ারীর হাট এলাকায় বাঁধ নির্মাণ প্রকল্পটির দরপত্র মূল্যায়নের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।

গেল বছরের জুন মাসে একনেকের সভায় রামগতি ও কমলনগর নদীর তীর রক্ষা বাঁধের জন্য প্রায় ৩১০০ কোটি টাকার প্রকল্পের অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৯ জানুয়ারি কমলনগর উপজেলার সাহেবের হাট ইউনিয়নে বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক। কাজ শুরু হলেও কিছুদিন পর ঠিকাদাররা তা বন্ধ রাখেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর