নেত্রকোনার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ইমাম হোসেন আর নেই

বিজয় দাস প্রর্তিনিধি নেত্রকোনাঃ নেত্রকোনার পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ইমাম হোসেন না ফেরার দেশে চলে গেলেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৫ বছর।

 গতকাল বৃহস্পতিবার (২৬ মে) মধ্যরাতে উপজেলার খলিশাউড়া ইউনিয়নের জাওয়ানী গ্রামে গ্ৰামের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি ওই জাওয়ানী গ্রামের মৃত আঃ আজিজ’র ছেলে এবং সাবেক ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী’র বড় ভাই।
 স্থানীয় এহসানুল হক রাজ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ইমাম হোসেন দীর্ঘদিন ধরে পক্ষাঘাত রোগে আক্রান্ত ছিলেন।  গত ৭-৮ মাস ধরে বিছানা হতে উঠতে পারছিলেন না তিনি। হঠাৎ করেই গত রাতে তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যান। মৃত্যুর সময় তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ শুক্রবার বিকাল ৪টায় জাওয়ানী ঈদগা মাঠে মরহুমের জানাজার নাামাজ অনুষ্ঠিত হবে।

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ইমাম হোসেন এর মৃত্যুতে শোক প্রকাশ করেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ১৬১ নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল (বীর প্রতীক), জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন, সংরক্ষিত মহিলা আসনের এমপি জাকিয়া পারভীন খানম মনি, পূর্বধলা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এরশাদ হোসেন মালু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আরিফুজ্জামান প্রমুখ ।

জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন বলেন, আমরা একজন গুনী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা হারালাম। তিনি একজন আদর্শ আওয়ামী লীগের নেতা ছিলেন। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর