শিশু আরাফ হত্যায় দায়ে তিন আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত

হাওর বার্তা ডেস্কঃ চট্টগ্রামের মিয়াখান নগরে বাড়ির মালিককে ফাঁসাতে পানির ট্যাংকে ফেলে দুই বছরের শিশু আবদুর রহমান আরাফকে হত্যার দায়ে তিন আসামির সবাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

 চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জসিম উদ্দিন বৃহস্পতিবার আসমিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত আসামিরা হচ্ছেন— চট্টগ্রামের বাকলিয়া থানার মিয়াখান নগরের মো. ফরিদ, ভবনের দারোয়ান মো. হাসান ও হাসানের মা নাজমা বেগম।

রায়ের সময় তারা আদালতে ছিলেন। এ সময় তিন আসামিকে জেলহাজতে পাঠানো হয়।

এর আগে গত ৩০ মার্চ এ মামলায় রায় ঘোষণার দিন নির্ধারিত থাকলেও সেদিন বিচারকের ব্যস্ততার কারণে তা পিছিয়ে নতুন দিন ঠিক করা হয়েছিল ২৮ এপ্রিল। কিন্তু এক আসামি শিশু আরাফের বাবা-মায়ের ডিএনএ পরীক্ষার আবেদন করলে রায় পিছিয়ে যায়।

সেই আবেদন নাকচ করে বিচারক তিন আসামির সবাইকে দোষী সাব্যস্ত করে বুধবার রায় দিয়েছেন বলে জানান এ আদালতের এপিপি প্রদীপ কুমার ভট্টাচার্য।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর