মুক্ত আকাশে ডানা মেললো ডাহুক পাখি

হাওর বার্তা ডেস্কঃ সিরাজগঞ্জে বিরল প্রজাতির একটি ডাহুক পাখি উদ্ধার করেছে পরিবেশবাদী সংগঠন দ্য বার্ড সেফটি হাউজ।

শুক্রবার (৬ মে) ভোরের দিকে শাহজাদপুর উপজেলায় উজ্জ্বল নামের এক পাখি শিকারির কাছ থেকে পাখিটি উদ্ধার করা হয়।

সকাল ১০টার দিকে পোরজনা ইউনিয়নের পুঠিয়া গ্রামে ডাহুক পাখিটি অবমুক্ত করা হয়।

 

সংগঠন সূত্র জানায়, পুঠিয়া গ্রামের তানজিদ দীর্ঘদিন ধরে ডাহুক পাখি ধরতেন। আজ ভোরবেলায় তার বাড়ি থেকে পাখিটি উদ্ধার করে অবমুক্ত করেন দ্য বার্ড সেফটি হাউজের সভাপতি মামুন বিশ্বাস। এ সময় পাখি শিকারি উজ্জ্বল ভবিষ্যতে আর পাখি শিকার ও খাঁচায় আটক করে রাখবেন না বলে মুচলেকা দেন।

দ্য বার্ড সেফটি হাউজের সভাপতি মামুন বিশ্বাস বলেন, বন্যপ্রাণী ও পরিবেশ রক্ষায় আমরা সবসময় কাজ করি। তারই ধারাবাহিক ডাহুক পাখিটি উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর