জেমিমার অপরাধ কী ছিল: ইমরান খান

হাওর বার্তা ডেস্কঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান  অভিযোগ করেছেন, তার বিরোধীরা এমন সংস্থা নিয়োগ দিয়েছে যারা তার চরিত্র হননের জন্য ‘গুটি সাজাচ্ছে’।  এ সময় ইমরান খান তার সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথেও প্রসঙ্গও তুলেছেন বলে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তার চরিত্র হননের চেষ্টা জানিয়ে, পাকিস্তানের হাম নিউজে অভিনেতা শান শহীদকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান খান আরও বলেন, তার সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথকেও অতীতে টার্গেট করা হয়েছিল। তাকে ‘ইহুদি লবির’ অংশ বলে অভিযুক্ত করে তার বিরুদ্ধে একটি প্রচারণা চালানো হয়েছিল। দেশ থেকে এন্টিক টাইলস রপ্তানির অভিযোগ এনে তার বিরুদ্ধে মিথ্যা মামলাও করা হয়েছিল বলে জানান ইমরান খান।

এ সময় ইমরান খান বলেন, জেমিমার অপরাধ কী?  তিনি আমার স্ত্রী ছিলেন…এখন তারা ফারাহকে (খান) খুঁজে পেয়েছে। ফারাহর অপরাধ তিনি বুশরা বেগমের বন্ধু।

ঈদের পরই নওয়াজ শরীফ ও বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তার চরিত্র হননের প্রক্রিয়া শুরু করবে বলেও অভিযোগ করেন ইমরান।

প্রসঙ্গত, ইমরান খানের বিরুদ্ধে ইতোমধ্যেই কম দামে মূল্যবান উপহার সামগ্রী বিক্রির অভিযোগ এনেছে পাকিস্তানের বর্তমান সরকার।

তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান আরও বলেন, পিটিআই মে মাসের শেষের দিকে ইসলামাবাদে লংমার্চের ঘোষণা দিয়েছেন। এই সময়  জনসম্মুখে তার তার সম্মান ক্ষুণ্ন করতে চাইছে শাহবাজ শরিফ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর