ঈদের ছুটি শেষে লন্ডন যাচ্ছেন তাসকিন

হাওর বার্তা ডেস্কঃ কাঁধের চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফরের দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি তাসকিন আহমেদ। প্রচণ্ড ব্যথা নিয়েই খেলেছিলেন ডারবানে প্রথম টেস্টে, দুই ইনিংস মিলে বোলিংও করেছিলেন ৩৪ ওভার। তবে চোটের অবস্থা খুব একটা ভালো নয় তার।

যে কারণে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে খেলা হবে না এ ডানহাতি গতিতারকার। বরং ঈদুল ফিতরের ছুটি শেষ হতেই তাসকিনকে উড়াল দিতে হচ্ছে লন্ডনের উদ্দেশে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনজুরির ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আগামী শুক্রবার (৬ মে) দেশ ছাড়বেন তাসকিন। বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে তার সাক্ষাত হবে ১০ মে। আপাতত সার্জারির প্রয়োজন পড়ছে না। চিকিৎসকের পরামর্শ নেওয়ার পর পুনর্বাসন প্রক্রিয়া শুরুর ব্যাপারে আশাবাদী তিনি। সব শেষ করে ১৫ মে দেশের উদ্দেশে রওনা হবেন তাসকিন।

দক্ষিণ আফ্রিকায় প্রথম টেস্ট খেলার পর গত এক মাস আর বোলিং করতে পারেননি তাসকিন। বর্তমানে কাঁধের চোট কিছুটা কমলেও একপ্রকার অস্বস্তি রয়ে গেছে। তবে ভালো বিষয় হলো, পানি জমা কমে গেছে তার। তাই শিগগিরই মাঠে ফেরার ব্যাপারে আশাবাদী তিনি।

তাসকিনের এক দিন আগে ইংল্যান্ড যাচ্ছেন তরুণ ডানহাতি পেসার অভিষেক দাস অরণ্য। ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালের অন্যতম নায়ক দীর্ঘদিন ধরেই ভুগছেন পিঠের সমস্যায়। তাই এবার ইংল্যান্ডে সার্জারি করানো হবে তার।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর