সিয়াম-পূজার ‘শান’-এর দারুণ সূচনা

হাওর বার্তা ডেস্কঃ দারুণ এক শুভ সূচনা হলো পুলিশি অ্যাকশ থ্রিলার ছবি ‘শান’ এর বেলায়। ঈদের দিন সন্ধ্যার শো রাজধানীর প্রায় সব হলেই ‘শান’ সিনেমাটি হাউজফুল গিয়েছে বলে খবর এসেছে। সংশ্লিষ্ট হল কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে।

রাজধানীর স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখাতে ‘শান’ এর দুটি শো চলছে। হলটির হলটির জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘দুপুরের শো মোটামুটি গেলেও সন্ধ্যার শো আমাদের হাউজফুল গিয়েছে। অন্য বাংলা ছবিও ভালো যাচ্ছে। তবে শান বেশি ভালো যাচ্ছে আমাদের। আশা করি আরও ভালো যাবে।’

রাজধানীর মধুমিতা মধুমিতার কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদও জানিয়েছেন, ‘শান’ বেশ দর্শক টানছে। দীর্ঘদিন পর হলে এতো দর্শকের সমাগম হচ্ছে। দুপুরে শো বৃষ্টির কারণ দর্শক একটু কম ছিলো। তবে অর্ধেকের বেশি ছিলো। আর রাতের শো অলমোস্ট হাউজফুল।

রাজধানীর শ্যামলী হলটির হাউস ম্যানেজার আহসান উল্লাহ বলেন, ‘শান’ টিকিট ভালো বিক্রি হয়েছে। ঈদের দিন সন্ধ্যার শো হাউজফুল গিয়েছে বলতে পারি। তবে আজকের তিনটি শোই ভরপুর দর্শক আসবে বলে আমরা আশা করছি।’

শানের সর্বাধিক শো চলছে যমুনা ব্লকবাস্টারে। ঈদের দিনে এখানে তিনটি করে শো চালানো হলেও বুধবার থেকে এখানে চলবে চারটি করে শো। ‘শান’ ছাড়াও ঈদে মুক্তিপ্রাপ্ত অন্য তিনটি ছবিই চলছে হলটিতে।

প্রথম দিনের শানের দর্শক উপস্থিতির কথা জানিয়ে এখানকার সহকারী মার্কেটিং ম্যানেজার মো. মাহবুবুর রহমান বলেন, ‘আমাদের শানের শুরু হয়েছে বেলা দুইটা থেকে। প্রথম শো আশিভাগ দর্শকের উপস্থিতি ছিলো। পরের দুটি হাউজফুল গিয়েছে।’

পরিচালক এক রাহিম বললেন, আমরা শান টিম ঘুরছি। হলে হলে গিয়ে দেখছি দর্শকদের উপস্থিতি। আমার বিশ্বাস আমাদের কষ্ট বিফলে যাবে না। যারা সিনেমাটি দেখছেন তারা প্রশংসা করছেন। হল রিপোর্টও গতকাল ভালো ছিলো।

সত্য ঘটনা অবলম্বনে পুলিশি অ্যাকশন থ্রিলার সিনেমাটির গল্প লিখেছেন প্রযোজক আজাদ খান। ফিল্মম্যান এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হয়েছে ছবিটি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম ও পূজা। এ ছাড়া  অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাস প্রমুখ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর