কেমন কাটল তালেবানের অধীনে আফগানদের প্রথম ঈদ

হাওর বার্তা ডেস্কঃ তালেবান দ্বিতীয় দফায় ক্ষমতা দখলের পর এই প্রথম ঈদ উদযাপন করল আফগানবাসী। আফগানিস্তান জুড়ে সম্প্রতি বেশ কয়েকটি বোমা হামলার ঘটনা ঘটায় রাজধানী কাবুলের বৃহত্তম মসজিদে বেশ ভয়ে ভয়েই ঈদের নামাজ আদায় করতে গেছেন মুসল্লিরা।

অবশ্য সেখানে ঈদের নামাজকে কেন্দ্র করে ছিল নিশ্ছিদ্র নিরাপত্তা। বার্তা সংস্থা এপি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সম্প্রতি বেশ ঘন ঘন ঘটা বিস্ফোরণ প্রভাবিত করেছে এবারের ঈদকে। ইসলামিক স্টেটের (আইএস)চালানো এসব হামলার লক্ষ্য শিয়া সম্প্রদায়ের হাজরা কমিউনিটির সদস্যরা। এইসব হামলার কারণে এবারে মসজিদে ঈদের নামাজ পড়তে যাওয়া নিরাপদ কী না তা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়।

অবশ্য এসব আতঙ্ক পাশ কাটিয়ে এগিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়ে কমিউনিটি নেতা ড. বকর সাইদ ঈদের প্রাক্কালে বলেন,আমরা আমাদের প্রতিরোধ দেখাতে চাই, তারা আমাদের দূরে ঠেলে দিতে পারবে না। আমাদের এগিয়ে যেতে হবে।

যদিও এসব সহিংসতায় আফগানদের উদ্বেগের একমাত্র কারণ নয়। তালেবান গত বছরের আগস্টে ক্ষমতা দখলের পর আফগানিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি নাজুক হয়ে পড়েছে। বেড়েছে খাদ্যদ্রব্যের দাম। মুদ্রাস্থীতি হয়েছে লাগাম ছাড়া।

কাবুলের একটি বিনামূল্যে খাদ্য বিতরণ কেন্দ্রের সামনে দাঁড়িয়ে শনিবার ১০ সন্তানের বাবা দ্বীন মোহম্মদ এবারের ঈদ দুর্বিষহ হতে যাচ্ছে আশঙ্কা করে বলেছিলেন, দারিদ্র্যের কারণে কেউ আগের মতো ঈদ উদযাপন করতে পারে না। আমাদের যদি চাকরি আর কাজ থাকত, তাহলে আমরা নিজেদের জন্য কিছু কিনতে পারতাম। অন্যের দেওয়া খাবারের আশায় বসে থাকতে হতো না।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর