বাকলিয়ায় ছুরিকাঘাতে যুবক খুন, গ্রেফতার ১

হাওর বার্তা ডেস্কঃ চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ায় কথা কাটাকাটির জেরে দুইজনের পরস্পর ছুরিকাঘাতে মোহাম্মদ ইমন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। রোববার (১ মে) দিবাগত রাত ৯টার দিকে পূর্ব বাকলিয়া ১৮নং ওয়ার্ড জইল্লাপাড়া বজ্রঘোনা ৮নং গলিতে এ ঘটনা ঘটে।

নিহত ইমন বাকলিয়া বলি মসজিদ দক্ষিণ পাড়ের বদরুজ মাঝির বাড়ির মো. জামাল উদ্দিনের ছেলে। এ ঘটনায় আসিফ নামের আরেক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার যুবক আসিফও ছুরিকাহত হয়েছেন বলে  জানিয়েছেন বাকলিয়া থানার ওসি রাশেদুল হক।

ওসি বলেন, কথা কাটাকাটির জের ধরে দুই জনের মধ্যে ছুরি মারামারি হয়। এতে ইমন নামের একজন মারা গেছেন। অন্য একজনকে আটক করা হয়েছে। তার চিকিৎসা চলছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির তদারককারী কর্মকর্তা পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান জাগো নিউজকে বলেন, বজ্রঘোনা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মারধরে ছুরিকাঘাত হয় ইমন। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

ইমনের পাড়ার দুঃসম্পর্কের চাচা মোহাম্মদ সালাউদ্দিন বলেন, নিহত ইমন ফার্নিচার ব্যবসা করতো। গরু কেনার কথা বলে বাসা থেকে ইমনকে ডেকে নিয়ে যায় আসিফ। আমরা পরে খবর পাই ইমনকে ছুরি মারা হয়েছে। ইমনে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু বাঁচাতে পারিনি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর