জাতীয় আইনগত সহায়তা দিবসে সুপ্রিম কোর্টে বৃক্ষরোপণ কর্মসূচি

হাওর বার্তা ডেস্কঃ ‘জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২২’ উপলক্ষে বৃক্ষরোপণ করা হবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুর দেড়টায় এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধান বিচারপতির দায়িত্বে নিয়োজিত বিচারপতি মো. নুরুজ্জামান ননি। এতে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি জাহাঙ্গীর হোসেনও উপস্থিত থাকবেন।

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির কো-অর্ডিনেটর রিপন পৌল স্কু জাগো নিউজকে এ তথ্য জানান।

আজ জাতীয় আইনগত সহায়তা দিবস। দিবসটির এবারের প্রতিবাদ্য ‘বিনা খরচে নিন আইনি সহায়তা, শেখ হাসিনা সরকার দিচ্ছে এই নিশ্চয়তা’।

২০১৬ সাল থেকে ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস হিসেবে পালিত হচ্ছে। এ উপলক্ষে জাতীয় আইনগত সহায়তা সংস্থা রাজধানীসহ দেশজুড়ে নানা কর্মসূচি পালন করছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর