‘কেজিএফ-২’-এ অভিনয় করে কত রুপি পেলেন যশ-সঞ্জয়রা?

হাওর বার্তা ডেস্কঃ ভারতে বক্স অফিসে ঝড় তুলেছে স্যান্ডেলউডের সিনেমা ‘কেজিএফ ২’।

মুক্তির পর মাত্র ৭ দিনেই ‘দঙ্গল’ ও ‘বাহুবলী’র রেকর্ড ভেঙে দিল কন্নড় ইন্ডাস্ট্রির এই সিনেমা।

গত ১৪ দিনে এই সিনেমার বিশ্বব্যাপী আয় ৭৮০ কোটি রুপির বেশি। শিগগিরই আয় হাজার কোটি ছাড়িয়ে যাবে বলে আশা বিশ্লেষকদের।

অথচ এ সিনেমা নির্মাণে ব্যয় হয়েছে মাত্র ১০০ কোটি রুপি।  প্রশ্ন উঠেছে কে কত পারিশ্রমিক পেলেন এ সিনেমায় অভিনয় করে?

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন যশ। স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ‘কেজিএফ ২’ সিনেমার জন্য তিনি পেয়েছেন ২৫ থেকে ২৭ কোটি রুপি। তার বিপরীতে নায়িকা চরিত্রে (রিনা দেশাই) অভিনয় করা শ্রীনিধি শেঠি পেয়েছেন ৪ কোটি রুপি।

সিনেমাটিতে ভিলেনের ভূমিকায় দারুণ অভিনয় করা বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের পেছনে খরচ হয়েছে ৯ থেকে ১১ কোটি রুপি।

এছাড়া প্রধানমন্ত্রী রামিকা সেনের চরিত্রে আরেক বলিউড তারকা রাভিনা ট্যান্ডন পারিশ্রমিক নিয়েছেন প্রায় ২ কোটি রুপি।

‘কেজিএফ ২’ সিনেমার গল্পটি দর্শকদের সামনে এনেছেন দক্ষিণের প্রভাবশালী অভিনেতা প্রকাশ রাজ।  এ কাজটির জন্য তিনি পারিশ্রমিক পেয়েছেন প্রায় ৮৫ লাখ রুপি।

অবিস্মরণীয় এই সিনেমা নির্মাণের জন্য পরিচালক প্রশান্ত নীল নিয়েছেন ১৫ থেকে ২০ কোটি রুপি।

সূত্র: আনন্দবাজার

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর