বিলাওয়ালের সঙ্গে বৈঠকের পর ইমরানকে এক হাত নিলেন নওয়াজ

হাওর বার্তা ডেস্কঃ লন্ডনে অবস্থানরত পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি।  তেহরিক-ই-ইনসাফ পাকিস্তানের নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটে বিরোধী জোট সফল হওয়ার পর স্থানীয় সময় বৃহস্পতিবার এটি দুই দলের সর্বোচ্চ নেতার প্রথম বৈঠক।  পাকিস্তানের রাজনীতিতে গুরুত্ববহ এই বৈঠকে নওয়াজকে অভিনন্দন জানান বিলাওয়াল।  খবর ডন ও জিও নিউজের।

বিলাওয়ালের সঙ্গে বৈঠকের পর পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের কড়া সমালোচনা করেন নওয়াজ।  ইমরানের বিরুদ্ধে বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ নাকচ করে দিয়ে নওয়াজ বলেন, ‘আপনি কি পারমাণবিক বিস্ফোরণে জড়িত ছিলেন? তাহলে কেন আপনার বিরুদ্ধে বিদেশি ষড়যন্ত্র হবে।’

পাকিস্তানের জনগণকে দেওয়া অঙ্গীকার ভঙ্গের জন্য ইমরানকে দোষারুপ করেন নওয়াজ।  বলেন, ইমরান পাকিস্তানের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছেন।  তার বিরুদ্ধে বিদেশি ষড়যন্ত্রের প্রশ্নই উঠে না।

নিজের সরকারের নেওয়া পদক্ষেপের প্রশংসা করে নওয়াজ বলেন, ২০১৭ সালে যখন মুসলিম লিগ ক্ষমতায় ছিল তখন দেশের অর্থনীতি সঠিক পথে পরিচালিত হচ্ছিল।  এখন আমাদের ধ্বংস করে দেওয়া অর্থনীতি মেরামত করতে হবে।  ইমরানকে ক্ষমতা থেকে সরানো পাকিস্তানের জন্য অনিবার্য হয়ে পড়েছিল বলেও মন্তব্য করেন নওয়াজ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর