হাওর বার্তা ডেস্কঃ যমজ সন্তান জন্মানোর কথা আমরা সবাই জানি। যমজ মানে দুটি শিশু একই মায়ের গর্ভে একসঙ্গে থাকা এবং একই দিনে জন্মানো। যমজ শিশু দেখতেও একই রকম হয়। কিন্তু সম্প্রতি এমন এক ঘটনা ঘটেছে যা অবাক করবে আপনাকেও!
মিররের রিপোর্ট অনুযায়ি সাবানা চৈপিন ২৪ বছর বয়সী ক্রিস নামের একজনকে বিয়ে করেন। ক্রিসের আগেও বিয়ে হয়েছিল। আগের ঘরে তার তিনটি সন্তানও ছিল। সাবানা তিনটি সৎ বাচ্চাসহ এই বিয়েতে রাজি ছিলেন এবং খুব সুন্দর ভাবেই সংসার করছেন। সৎ মা হলেও এই তিন সন্তানের সঙ্গে খুব মিলেমিশে যান তিনি।
পেশায় হেয়ার স্টাইলিশ সাবানার সবচেয়ে বড় মেয়ে তার চেয়ে মাত্র ৬ বছরের ছোট। তাদের মধ্যে বয়সের ব্যবধান কম হওয়ায় তারা একে অপরের ভালো বন্ধু হয়ে গেছেন। তাদের মধ্যে মা মেয়ের সম্পর্ক নেই। এই সৎ মা ও মেয়েকে দেখতেও ভীষণ একইরকম।
এরফলে তারা একসঙ্গে বাইরে গেলে তাদের অনেকেই যমজ বোন বলেন। তাদের এতটাই একরকম দেখতে বলে শুরু থেকেই তাদের সম্পর্ক খুব জোরালো হয়। তারা একে অপরের পোশাক থেকে গয়নাগাটি সবই ব্যবহার করেন।
সাবানা জানিয়েছেন তারা বেশিরভাগ সময়েই একসঙ্গে থাকেন। একইরকমের কাপড় পরতে পছন্দ করেন। তাদের চুলের রঙও একইরকমের। সাবানা জানিয়েছেন তারা ও ক্রিসের প্রথম সন্তান যখন জন্ম নেয় তখন তার সৎ মেয়েও তার সঙ্গে ডেলিভারি রুমে ছিল।
সাবানা ও ক্রিসের বিয়ের পর ৩ বছর কেটে গেছে। টিঞ্জি অর্থাৎ সৎ মেয়ের বয়স এখন ২০ বছর। এছাড়াও তার ১৭ বছরের সৎ ছেলে টয়গে এবং ১৩ বছরের মেয়ে ট্রিনিটি রয়েছে। তার নিজেরও এখন দুটি সন্তান রয়েছে।
সাবানা এবং ক্রিস ৫ সন্তান নিয়ে পুরো ভরা পরিবার। তারা সবাই খুব খুশিতে দিন কাটান। তাদের প্রেম ভরা পরিবারকে সবাই সুন্দর বলে।