ছিনতাই করতে গিয়ে নিজের প্রাণটাই দিতে হলো পুলিশের

হাওর বার্তা ডেস্কঃ পাকিস্তানের করাচি শহরের কাশ্মির রোডে ১২ জানুয়ারি ছিনতাইকারীর গুলিতে নিহত হন শাহরুখ নামে এক তরুণ।

পরবর্তীতে জানা যায়, ওই ছিনতাইকারী ছিলেন পাকিস্তান পুলিশের ৪০ বছর বয়সী কনস্টেবল ফারজান্দ আলী জাফরি। তাকে ধরতে অভিযান শুরু করে পুলিশ।

তবে কনস্টেবল ফারজান্দ জাফরিকে ধরার আগে সে নিজেই আত্মহত্যা করেছে।

অস্ত্র ব্যবহার করে দামি স্বর্ণাংলঙ্কার ছিনতাই করতে গিয়ে প্রথমে অন্যকে হত্যা করে ফেলে সে। এরপর গ্রেফতার ও বিচার এড়াতে নিজের জীবনটা নিজের হাতেই দিয়ে দিতে হলো ছিনতাইকারী কনস্টেবল জাফরিকে।

এদিকে হত্যার শিকার হওয়া শাহরুখকে নিজ বাড়ির সামনে তাকে গুলি করে হত্যা করে জাফরি।

শাহরুখের মা ও বোনের কাছ থেকে ছিনতাইকারী কনস্টেবল জাফরি স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়ার চেস্টা করে। চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পেয়ে শাহরুখ এগিয়ে যান। এরপরই তাকে গুলি করা হয়। শাহরুখ ছিলেন নববিবাহিত।

ছিনতাইকারীর হাতে সদ্য বিয়ে করা শাহরুখের হত্যার দৃশ্যটি ধরা পড়ে সিসি ক্যামেরায় ফুটেজে। এটি পুরো পাকিস্তানের মানুষের মনে নাড়া দেয়। সবাই দ্রুত এ ঘটনার বিচার চেয়েছিলেন।

সূত্র: ডন

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর