গুলশানে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কিশোর আহত হয়েছে

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর গুলশান-১ নম্বর এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে রবিউল ইসলাম নামের (১৯) এক কিশোর আহত হয়েছে।

সোমবার (১০ জানুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটেছে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

আহত রবিউলের বন্ধু রাব্বি  জানান, রবিউল গুলশান এক নম্বরে একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। সোমবার রাতে বেতনের টাকা সঙ্গে নিয়ে হেঁটে বাসায় যাওয়ার পথে চার-পাঁচজন ছিনতাইকারী তার পথরোধ করে। এসময় তার সঙ্গে থাকা বেতনের ১০ হাজার টাকা নিতে গেলে রবিউল বাধা দেয়। পরে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে টাকা নিয়ে পালিয়ে যায়।

আহত অবস্থায় উদ্ধার করে রাত সাড়ে ১১টার দিকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। রবিউল উত্তর বাড্ডার বাসিন্দা।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গুলশান-১ নম্বর থেকে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়ে এক কিশোর হাসপাতালে এসেছিল। তার বাম হাত ও পা জখম হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই ওই যুবককে ছেড়ে দেওয়া হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর