ভাসানচরে পৌঁছাল আরও ৭০৫ রোহিঙ্গা

হাওর বার্তা ডেস্কঃ নবম দফায় কক্সবাজার থেকে হাতিয়ার ভাসানচরে পৌঁছাল আরও ৭০৫ জন রোহিঙ্গা। এ নিয়ে ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রে রোহিঙ্গা নাগরিকের সংখ্যা দাঁড়াল ১৯ হাজার ৬৬২ জন।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে নৌবাহিনীর জাহাজ বানৌজা টুনাথ ও বানৌজা পেঙ্গুইন যোগে রোহিঙ্গাদের নতুন দল আগমন করে।

ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে থাকা অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (উপসচিব) মোয়াজ্জেম হোসেন বলেন, ৭০৫ রোহিঙ্গাকে জাহাজ থেকে নামানোর পর নৌবাহিনীর পন্টুন সংলগ্ন হ্যালিপ্যাডে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে সেখান থেকে তাদের গাড়ির মাধ্যমে নির্ধারিত ক্লাস্টারে নিয়ে যাওয়া হয়। এছাড়াও ৫১ জন কক্সবাজার থেকে বেড়াতে এসেছেন ও ৪১ জন ভাসানচর থেকে কক্সবাজার বেড়াতে গিয়েছিলেন। তারাও একই জাহাজে ফিরেছেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর