মিঠামইনে বেসরকারিভাবে ইউপি চেয়ারম্যান বিজয়ী হলেন ছয়, বিনা প্রতিদ্বন্দীতায় এক

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জ জেলা মিঠামইন হাওর উপজেলায় ৫ই জানুয়ারি বুধবার অনুষ্ঠিত পঞ্চম ধাপে মিঠামইনের ছয় ইউনিয়ন পরিষদের ( ইউপির) নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ বুধবার রাতে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে দেখা গেছে,ছয় ইউনিয়নে চেয়ারম্যান পদে জয় লাভ করেছেন যারা। পূর্বে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মিঠামইন সদর ২নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন এডভোকেট শরীফ কামাল।

ছয়টি ইউনিয়নের চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা, ১নং গোপদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকে বিজয় লাভ করেন মো. আনোয়ার হোসেন । ৩নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকে বিজয় লাভ করেন মো. লুৎফর রহমান ভুঞা। ৪নং ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ঢোল প্রতীকে বিজয় লাভ করেন মোখলেছুর রহমান ভুঞা। ৫নং কেওয়ারজোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আনারস প্রতীকে বিজয় লাভ করেন আবুল কাশেম। ৬নং কাটখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকে বিজয় লাভ করেন তাজুল ইসলাম। ৭নং বৈরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আনারস প্রতীকে বিজয় লাভ করেন মো. তাজুল ইসলাম (তাজুল) ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর