বছরের শুরুতেই খাসির মাংসের দাম বেড়েছে কেজি ৯০০ টাকা

হাওর বার্তা ডেস্কঃ ময়মনসিংহে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েই চলেছে। গত সপ্তাহের তুলনায় ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে ৪০ টাকা। খাসির মাংসের দাম বেড়েছে ১০০ টাকা। মাংসের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বিভিন্ন ধরনের সবজি ও ডালের দাম।

শনিবার (১ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ নগরীর মেছুয়া বাজারে ঘুরে এতথ্য জানা গেছে।

মেছুয়া বাজারের আকরাম ব্রয়লার হাউজের বিক্রেতা মোহাম্মদ আলী বলেন, শীতে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান বেড়েছে। ব্রয়লার মুরগির আমদানিও কম। তাই ব্রয়লার মুরগির দাম বেড়েছে।

 

মোহাম্মদ আলী ব্রয়লার ১৮০ টাকা, সোনালী ২৫০ টাকা, সাদা কক ২৪০ টাকা ও লেয়ার মুরগি ২৫০ টাকা কেজি দরে বিক্রি করছিলেন।

মাংসবিক্রেতা মোসলেম উদ্দিন বলেন, খাসির মাংস গত সপ্তাহের তুলনায় কেজিতে ১০০ টাকা বেড়েছে। তিনি খাসির মাংস ৯০০ টাকা ও গরুর মাংস ৫৬০ টাকা কেজি দরে বিক্রি করছেন।

 

এদিকে গত সপ্তাহের তুলনায় সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। মেছুয়া বাজারে পেঁপে ১৫ টাকা, গাজর ৫০ টাকা, বেগুন ৫০ টাকা, টমেটো ৫০ টাকা, সিম ৪৫ টাকা, ফুলকপি ৪০ টাকা, বাঁধাকপি ৩০ থেকে ৪০ টাকা, পেঁয়াজপাতা ২৫ টাকা, করলা ৫০ টাকা, কাঁচা মটরশুঁটি ১২০ টাকা, নতুন আলু ৩০ টাকা, কাঁচামরিচ ৬০ টাকা, শসা ৪০ টাকা, লেবু ১৫ টাকা হালি, বরবটি ১০০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, কাঁচা কলা ৩০ টাকা হালি, ব্রকলি ৩০ টাকা পিস, ওলকপি ৩৫ টাকা, মুলা ২০ টাকা, কাঁচা টমেটো ৩০ টাকা, লাল শাক ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাছবিক্রেতা শামীম বলেন, মাছের দামে তেমন ওঠানামা নেই। তবে, দেশি মাছের দাম চড়া। ওই বাজারে শিং মাছ ৪০০ টাকা, চিংড়ি ৬০০ টাকা, গলদা চিংড়ি ৫০০ টাকা, টাকি মাছ ৩০০ টাকা, ছোট শোল মাছ ৪০০ টাকা, দেশি পুঁটি মাছ ২৫০ টাকা, টেংরা ৪০০ টাকা, পাবদা ৩২০ টাকা, রুই মাছ ৩০০ টাকা, কাতলা ৩০০ টাকা, তেলাপিয়া ১৬০ টাকা, পাঙাশ ১১০ টাকা, রাজপুঁটি ১৬০ টাকা, গ্লাসকার্প ২৩০ টাকা, মৃগেল ২২০ টাকা, কালবাউশ মাছ ২৬০ টাকা, মাগুর মাছ ৪০০ টাকা ও কই মাছ ১৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

 

ডাল ও আটার দাম কেজিতে পাঁচ টাকা করে বেড়েছে। তবে, কোনো পণ্যের দাম কমেনি। ভাঙা মসুর ডাল ৮৫ টাকা, দেশি মসুর ডাল ১১০ টাকা, মুগডাল ১৩০ টাকা, মাসকলাই ৯৫ টাকা, ভাঙা মাসকলাই ১২৫ টাকা, প্যাকেট আটা ৪৫ টাকা, খোলা আটা ৩২ টাকা, চিনি ৭৫ টাকা, কোয়ালিটি ১৪০ টাকা, খোলা সয়াবিন ১৫৫ টাকা, পামওয়েল ১৪০ টাকা, বোতলজাত সয়াবিন তেল ১৫৫ টাকা কেজি দরে বিক্রি করছেন বিক্রেতারা।

অন্যদিকে, দেশি মুরগির ডিম ৬০ টাকা, হাঁসের ডিম ৫৫ টাকা, ফার্মের মুরগির ডিম ৩২ টাকা হালি বিক্রি হচ্ছে। এছাড়া দেশি পেঁয়াজ ৪০ টাকা, ভারতীয় পেঁয়াজ ৩৫ টাকা, রসুন ৫০ টাকা, আদা ৬০ টাকা, পুরাতন আলু (হল্যান্ড) ২০ টাকা ও দেশি পুরাতন আলু ২৫ টাকা কেজি করে বিক্রি হচ্ছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর