কলকাতায় চলছে ভোট গণনা শুরু থেকেই বড় ব্যবধানে এগিয়ে রয়েছে তৃণমূল

হাওর বার্তা ডেস্কঃ কলকাতায় পৌরসভায় ভোট গ্রহণের পর শুরু হয়েছে গণনা। গণনার শুরু থেকেই বড় ব্যবধানে এগিয়ে রয়েছে তৃণমূল। এখন পর্যন্ত প্রাপ্ত খবরে তৃণমূল ৪৮টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে। বিপরীতে মাত্র ৩টিতে এগিয়ে বিজেপি।

প্রাথমিক তথ্যে দেখা গেছে, ১১ নম্বর ওয়ার্ডে এগিয়ে অতীন ঘোষ, ৩১ নম্বর ওয়ার্ডে পরেশ পাল, ২ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূল প্রার্থী কাকলি সেন, ৮৫ নম্বর ওয়ার্ডে এগিয়ে দেবাশিস কুমার, ৮ নম্বর ওয়ার্ডে এগিয়ে মালা রায়।

৯৮ নম্বর ওয়ার্ডে এগিয়ে সিপিএম প্রার্থী মৃত্যুঞ্জয় চক্রবর্তী, ১৩ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী অনিন্দ্যকিশোর রাউত, ৫০ নম্বর ওয়ার্ডে এগিয়ে বিজেপি প্রার্থী সজল ঘোষ, ৪৫ নম্বর ওয়ার্ডে এগিয়ে কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক, ১৩৭ ও ১৪১ নম্বর ওয়ার্ডে এগিয়ে স্বতন্ত্র প্রার্থী।

এ ভোটের ফলাফলে রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হবে সাড়ে ৯০০ প্রার্থীর। নির্বাচন কমিশন সূত্রে খবর, ১৪৪টি ওয়ার্ডের জন্য ১১টি কেন্দ্রে ভোটগণনা চলছে। ১১ থেকে ১৬ দফায় ভোট গণনা হবে। প্রত্যেক কেন্দ্রে ৭-১০টি টেবিলে চলছে গণনা। ভোট গণনার ভিডিও করা হচ্ছে। প্রতিটি গণনা কেন্দ্রের দায়িত্বে রয়েছেন একজন করে অ্যাসিস্ট্যান্ট মিউনিসিপ্যাল রিটার্নিং অফিসার।

প্রতিটি গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে জারি রয়েছে ১৪৪ ধারা। গণনাকেন্দ্রের নিরাপত্তায় মোতায়েন রয়েছে ৩ হাজার পুলিশ। প্রতি কেন্দ্রেই মোতায়েন একাধিক ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার। রয়েছে কুইক রেসপন্স টিম, ফ্লাইং স্কোয়াড এবং রিজার্ভ পুলিশ। নজরদারি চলছে ড্রোনের মাধ্যমেও।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর