আমি গ্ল্যামারের পাগল নই’

হাওর বার্তা ডেস্কঃ আজমেরি হক বাঁধন নতুন একটি চলচ্চিত্রে যুক্ত হলেন। এই চলচ্চিত্রের নাম  ‘অ্যা ব্লেসড ম্যান।’ রেহানা মরিয়ম নূর চলচ্চিত্র নিয়ে যখন দেশের ভেতরে তুমুল কথা হচ্ছে তখনই বাঁধন জানালেন নতুন খবর। বাঁধনের সঙ্গে এই চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছেন গায়ক ও অভিনয়শিল্পী তাহসান রহমান খান।

সাদিক আহমেদ খান ছবিটি নির্মাণ করতে যাচ্ছেন। যিনি এর আগে লাস্ট ঠাকুর নামে একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। এই চলচ্চিত্রের জন্য বাঁধনকে কিছু শারীরিক পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে। এই বিষয় নিয়ে কালের কণ্ঠের সঙ্গে কথা হয় বাঁধনের। তিনি বললেন, ‘আসলে চেঞ্জেস অনেকগুলোই আছে। নিয়মের কারণেই বলা যাচ্ছে না। শুধু আমাকে ৩ থেকে ৪ কেজি ওজন কামতে হবে- এই তথ্যটুকু শেয়ার করতে পারি।’

নতুন চলচ্চিত্রে নিজের পরিবর্তন প্রসঙ্গে আরেকটু পরিস্কার করে বললেন, ‘আসলে আমি অভিনয় করতে চাই। অনেকে এসে বলে আপু আপনাকে এমন লাগছে কেন? আপু আপনি অনেক শুকিয়ে গেছেন, আপু আপনার গ্ল্যামার চলে যাচ্ছে… কিন্তু সত্যি কথা কি হয়তো তারা আমাকে দেখেই বলছে, কিন্তু আমি গ্ল্যামারের পাগল নই। অভিনয়ের জন্য আমি পরিবর্তন করছি নিজেকে।’

বাঁধন বলেন, ‘আমার বয়স এখন ৩৮, আমিও মাত্রই অভিনয় শুরু করেছি। এখানে অভিনয়ের জন্য আমাকে অনেককিছুই করতে হবে। গ্ল্যামার ধরে রাখার অনেক সময় পাবো। যে চরিত্রে গ্ল্যামার নেই সেখানে গ্ল্যামারাস তো হওয়া যাবে না।’

অ্যা ব্লেসড ম্যান এর গল্প প্রসঙ্গে বাঁধন বলেন, ‘এটি একটি ডিফারেন্ট ও ইন্টারেস্টিং জনরা’র মুভি হতে যাচ্ছে।  অনেকেই বলছে বাঁধন ও তাহসান জুটি বাঁধলেন। বিষয়টি তা নয়। জুটি বাঁধা ছাড়াও সিনেমা হয়। এরকমই একটি মুভি হবে অ্যা ব্লেসড ম্যান। শুধু বলবো খুবই ইন্টারেস্টিং গল্পের মুভি হবে এটি।’

নির্বাসিত লেখক তসলিমা নাসরিন রেহানা মরিয়ম নূর প্রসঙ্গে কথা বলেছেন, ছবিটির কয়েকটি বিষয়ে সমালোচনাও করেছেন- তবে বাঁধন এ বিষয়ে কথা বলতে নারাজ।

একই ছবিতে অভিনয় করতে যাওয়া তাহসান কিন্তু রেহানা মরিয়ম নূর দেখার জন্য দর্শকদের আহবান জানিয়েছেন। অ্যা ব্লেসড ম্যান  নিয়ে কথা বলতে গিয়েই তাহসান বলেন, ‘এই সিনেমায় আমার সঙ্গে অভিনয় করবেন বিশ্ব জয় করে আসা অভিনেত্রী বাঁধন। আর সিনেমা ভালো হচ্ছে, আপনারা সবাই গিয়ে সিনেমা দেখুন।’

এদিকে রেহানা মরিয়ম নূর তরঙ্গ থেমে গেলেই বাঁধনের বলিউড তরঙ্গ শুরু হবে। কেননা এই অভিনেত্রী বলিউডের নির্মাতা বিশাল ভরদ্বাজের সিনেমা ‘খুফিয়া’য় অভিনয় করেছেন।  খুফিয়া সিনেমাটি নির্মিত হচ্ছে অমর ভূষণের বই এসকেপ টু নোহয়ার অবলম্বনে। এতে একজন বাংলাদেশি নারী হিসেবেই দেখা যাবে বাঁধনকে। তিনি একই সঙ্গে বাংলা ও হিন্দিতে কথা বলবেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর