চট্টগ্রামের বিভিন্ন ঘর থেকে পদ্মগোখরো-দুধরাজসহ ২১টি সাপ

হাওর বার্তা ডেস্কঃ চট্টগ্রামের হাটহাজারীতে পদ্মগোখরো-দুধরাজসহ ২১টি সাপ উদ্ধার করেছে স্থানীয় বনবিভাগ ও স্নেক রেস্কিউ টিম বাংলাদেশ। এর মধ্যে ১৮টি পদ্মগোখরা সাপের বাচ্চা, ২টি ঘর গিন্নি ও একটি দুধসাপ।

বুধবার (১৭ নভেম্বর) হাটহাজারী উপজেলার দক্ষিণ মেখল, নন্দীরহাট ও ফতেপুর ইউনিয়নের জামতল এলাকার বসতঘর থেকে এসব সাপ উদ্ধার করা হয়।

হাটহাজারী ১১ মাইল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. ফজলুল কাদের চৌধুরী জানান, উপজেলার দক্ষিণ মেখল, নন্দীরহাট, মদনহাট ও পৌরসদরের সন্দ্বীপ পাড়া এলাকার বিভিন্ন ঘরে সাপের বাচ্চাগুলো দেখতে পায় পরিবারের লোকজন। পরে তারা আমাদের খবর দিলে স্নেক রেস্কিউ টিমের মোহাম্মদ ফরহাদুল ইসলাম ও রেজাউল করিম রাকিব বিভিন্ন বসতঘর থেকে ১৮টি পদ্মগোখরো সাপের বাচ্চা ও ১টি দুধরাজ সাপ, ২টি ঘর গিন্নিসহ ২১টি সাপ উদ্ধার করেন।

তিনি আরও বলেন, বিকেল ৫টায় সাপ ও সাপের বাচ্চাগুলোকে হাটহাজারী পৌরসভার পশ্চিমের পাহাড়ে অবমুক্ত করা হয়।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বিকেলে উপজেলার কবির চেয়ারম্যান বাড়ি এলাকার নুর ভবনের মো. বেলালের ভাড়া বাসা থেকে ২২টি পদ্মগোখরো সাপের বাচ্চা উদ্ধার করা হয়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর