কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

হাওর বার্তা ডেস্কঃ নোয়াখালী সুবর্ণচরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে কৃষি যান্ত্রীকরণ প্রকল্পের আওতায় ৭০% ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) উপজেলার পরিষদ চত্তরে উপজেলা নির্বাহী কর্মকর্তা চৈতী সর্ববিদ্যার উপস্থিতিতে একটি কম্বাইন হারভেস্টার ও একটি পাওয়ার থ্রেসার যন্ত্র বিতরণ করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন অর রশিদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ তাসলিমা ফেরদৌস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মায়দুল হাসান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. কামাল উদ্দিন।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারি বৃন্দ ও উপকারভোগী কৃষক এবং কোম্পানীর প্রতিনিধি বৃন্দ।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন অর রশিদ জানান, উক্ত কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে কৃষক একই সাথে ধান কর্তন, মাড়াই, ঝাড়াই ও বস্তাভর্তি করতে পারবেন। ফলে কৃষকের উৎপাদন খরচ অনেকাংশে কমে যাবে এবং কৃষকের আয় বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর