তিনদিন পর রোদের দেখা মিললো

হাওর বার্তা ডেস্কঃ লঘুচাপের প্রভাবে টানা তিন দিন আকাশ ছিল মেঘলা। সেই সঙ্গে ঠান্ডা বাতাস ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নগরবাসীর বিরক্তির কারণ হয়ে উঠেছিল। সোমবারও বৃষ্টির কারণে বিরক্তির মাত্রা বেড়ে যায়। ঠিক এ সময় সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার আকাশ পরিস্কার হয়ে রোদ ঝলমলে সকালের দেখা মিলেছে। যদিও আবহাওয়া অধিদপ্তর আগেই এর পূর্বাভাস দিয়েছিল।

আবহাওয়াবিদেরা বলছেন, মঙ্গলবার থেকে আকাশ পরিষ্কার হয়ে রোদ ঝলমলে সকালের দেখা পাওয়া যেতে পারে। পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকে আবহাওয়া স্বাভাবিক হয়ে আসবে এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ কমে শুষ্ক থাকবে।

তবে এই পরিস্থিতি দু-তিন দিনের মধ্যে বদলে গিয়ে আবারও মেঘ আর দমকা হাওয়া শুরু হতে পারে। কারণ, বঙ্গোপসাগরের আন্দামানের কাছে আরেকটি লঘুচাপ তৈরি হয়েছে। এটি নিম্নচাপে পরিণত হতে পারে।

ওই নিম্নচাপের সঙ্গে আরেকটি বড় মেঘমালাও যুক্ত হয়ে বাংলাদেশ ও ভারতের উপকূলের দিকে আসছে। তবে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা এখনো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে নিশ্চিত করা হয়নি। আরও দু-এক দিন পর তা বোঝা যাবে বলে মনে করছেন আবহাওয়াবিদেরা।

মঙ্গলবার সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ১৪ মিনিটে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর