হুয়াওয়ে জেডটিইকে লাইসেন্স দেবেন না বাইডেন

হাওর বার্তা ডেস্কঃ নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচিত কম্পানিগুলোকে নতুন টেলিকম ইকুইপমেন্ট লাইসেন্স দেওয়া হবে না। এমনই এক আইনে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

‘সিকিউর ইকুইপমেন্ট অ্যাক্ট’ নামের এই আইনে বলা হয়েছে, এ ধরনের কম্পানিগুলোর আবেদন ‘ফেডারেল কমিউনিকেশনস কমিশন’ (এফসিসি) আর পর্যালোচনা করবে না। এর মানে হলো—যুক্তরাষ্ট্রের টেলিকম নেটওয়ার্কগুলোতে হুয়াওয়ে, জেডটিইসহ আরো তিনটি চীনা কম্পানির সরঞ্জামাদি ব্যবহার করা যাবে না। যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট ও রিপাবলিকান সিনেটররা বিলটি অনুমোদন করেছেন। আইনটি পাসের জন্য ২৮ অক্টোবর মার্কিন সিনেটে ভোট হয়। পক্ষে পরে ৪২০টি ভোট আর বিপক্ষে পরে চার ভোট।

এফসিসি কমিশনার ব্রেন্ডন কার বলেছেন, ‘হুয়াওয়ে ও জেডটিই-এর মতো কম্পানির নিরাপত্তাহীন যন্ত্রপাতি যুক্তরাষ্ট্রের যোগাযোগ নেটওয়ার্কে ব্যবহার রোধে কাজ করবে এই আইন।’

তবে এ আইনের সমালোচনা করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেছেন, ‘যুক্তরাষ্ট্র কোনো প্রমাণ ছাড়াই চীনা কম্পানিগুলোকে দমন করার জন্য এখনো জাতীয় নিরাপত্তা এবং রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করছে।’

সূত্র : বিবিসি

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর