গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত

হাওর বার্তা ডেস্কঃ কয়েক দিন ধরে সারা দেশে বৃষ্টি হচ্ছে। এতে দিন ও রাতের তাপমাত্রা কমছে। সোমবার থেকে সূর্যের দেখা নেই। সপ্তাহের প্রথম কর্মদিবস রোববারের সকালটা ছিল মেঘে ঢাকা।

আজ সোমবারেও (১৫ নভেম্বর)  একই অবস্থা। অনেকটাই শীতের আমেজ চলে এসেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা আরও কমতে পারে।শীত জাঁকিয়ে আসতে আরও দেরি। নভেম্বর শেষ সপ্তাহের দিকে রাতের তাপমাত্রা কমতে থাকবে, ওই সময় কুয়াশা ও শীতের দাপট নামবে। ডিসেম্বরের শেষার্ধে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর