কিশোরগঞ্জের ২২ ইউনিয়নের ভোট ২৩ ডিসেম্বর

হাওর বার্তা ডেস্কঃ দশম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চতুর্থ ধাপের তফসিল গত ১০ নভেম্বর ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর সারাদেশের মোট ৮৪০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই ধাপে কিশোরগঞ্জ জেলার তিনটি উপজেলার মোট ২২টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলা তিনটি হচ্ছে, হোসেনপুর, কটিয়াদী ও ভৈরব।

ঘোষিত তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৫ নভেম্বর।

এছাড়া মনোনয়ন পত্র বাছাই ২৯ নভেম্বর, আপিল দায়ের ৩০ নভেম্বর-২ ডিসেম্বর ও আপিল নিষ্পত্তি ৩-৫ ডিসেম্বর।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর ও প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর।

নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর।

কিশোরগঞ্জ জেলার তিনটি উপজেলার মধ্যে হোসেনপুর উপজেলার ৬টি ইউনিয়ন, কটিয়াদী উপজেলার ৯টি ইউনিয়ন এবং ভৈরব উপজেলার ৭টি ইউনিয়নে ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।

হোসেনপুর উপজেলার ৬টি ইউনিয়ন হচ্ছে, জিনারী, সিদলা, গোবিন্দপুর, আড়াইবাড়ীয়া, শাহেদল ও পুমদী।

কটিয়াদী উপজেলার ৯টি ইউনিয়ন হচ্ছে, বনগ্রাম, সহশ্রামধূলদিয়া, করগাঁও, চান্দপুর, মুমুরদিয়া, আচমিতা, মসূয়া, লোহাজুরী ও জালালপুর।

ভৈরব উপজেলার ৭টি ইউনিয়ন হচ্ছে, সাদেকপুর, আগানগর, শিমুলকান্দি, গজারিয়া, কালিকাপ্রসাদ, শিবপুর ও শ্রীনগর।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর