১৮ বছর পর মালদ্বীপকে হারালো বাংলাদেশ

হাওর বার্তা ডেস্কঃ শ্রীলঙ্কার চলমান চারজাতি ফুটবল টুর্নামেন্টে মালদ্বীপকে শনিবার ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। যা দ্বীপ রাষ্ট্রটির বিপক্ষে ১৮ বছর পর পাওয়া জয়। বাংলাদেশের জয়ে গোল করেছেন জামাল ভুঁইয়া ও তপু বর্মন। এই জয়ে ৪ পয়েন্ট সংগ্রহ করে ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রেখেছে মারিও লেমসের শিষ্যরা।

কলম্বোর রেসকোর্স মাঠে মালদ্বীপের বিপক্ষে এগিয়ে যেতে বেশি সময় নেয়নি জামাল বাহিনী। ম্যাচের ১২ মিনিটে অধিনায়কের গোলে এগিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। এ সময় আনমার্ক জামাল প্রতিপক্ষের খেলোয়াড়ের কাছ থেকে বল পেয়ে যান। এরপর সেটি জালে জড়াতে ভুল করেননি। এটা ছিল জাতীয় দলের হয়ে তার প্রথম গোল। ৫৮ ম্যাচের মাথায় এসে গোলের দেখা পেলেন তিনি।

 তবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি বাংলাদেশ। ম্যাচের ৩২ মিনিটে সমতা ফেরায় মালদ্বীপ। এ সময় কর্নার থেকে আসা বল জালে জড়ান আইসাম ইব্রাহিম। তাতে ১-১ গোলের সমতা নিয়ে শেষ হয় ম্যাচ।

বিরতির পর লড়াই চলে সমান তালে। কখনো বাংলাদেশ, কখনো মালদ্বীপ আক্রমণে ওঠে। সুযোগ তৈরি করে। কিন্তু জালে জড়াতে পারছিল না।

যা চলতি চারজাতি ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম জয়। প্রথম জয় কোচ মারিও লেমসেরও। প্রথম ম্যাচে বাংলাদেশ ১-১ গোলে ড্র করেছিল সিশেলসের সাথে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর