বায়ু দূষণে দীর্ঘমেয়াদে কিডনি রোগের ঝুঁকি বাড়ায়

হাওর বার্তা ডেস্কঃ বায়ু দূষণ শরীরে মারাত্মক প্রভাব ফেলে। বিশেষ করে বায়ু দূষণে ফুসফুসের অনেক ক্ষতি হয়। ঠিক একইভাবে কিডনির ওপরেও ক্ষতিকর প্রভাব ফেলে। এমনকি মানুষের রক্তচাপও প্রভাবিত হয় বায়ু দূষণে। এমনটিই বলছেন গবেষকরা।

এক সমীক্ষায় দেখা গেছে, বায়ু দূষণের কারণেই প্রাপ্তবয়স্কদের মধ্যে ক্রনিক কিডনি ডিজিজ বা সিকেডি উচ্চ রক্তচাপ ছাড়াও গ্যালেকটিন ৩ এর মাত্রা বেড়ে যায়। সম্প্রতি সোসাইটি অব নেফ্রোলজি বা এএসএন কিডনি সংক্রান্ত সচেতনামূলক প্রচারে এমনটাই জানিয়েছে।

 

মার্কিন যুক্তরাষ্ট্রের কেস ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটির গবেষণার প্রধান লেখক হাফসা তারিক এ বিষয়ে জানান, সিকেডি আক্রান্তদের মায়োকার্ডিয়াল ফাইব্রোসিসের বিকাশের সঙ্গে বায়ু দূষণ সরাসরিভাবে যুক্ত থাকতে পারে।

মায়োকার্ডিয়াল ফাইব্রোসিস তখনই দেখা দেয়, যখন হৃৎপিণ্ডের ফাইব্রোব্লাস্ট নামক এক ধরনের কোষ কোলাজেনাস স্কার টিস্যু তৈরি করে। এটি হার্ট ফেলিওরসহ মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে।

স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছোট কণা সিস্টোলিক ব্লাড প্রেশার ইন্টারভেনশন ট্রায়ালে অংশগ্রহণকারীদের সঙ্গে যুক্ত ছিল। গবেষণায় অংশ নেন ১০১৯ জন ব্যক্তি।

 

তাদের মধ্যে গ্যালেক্টিন ৩ স্তরের অবস্থা কেমন তা জানার জন্য পরীক্ষা করা হয়। পরবর্তী ২৪ মাস ধরে তাদেরকে ফলোআপে রাখা হয়।

গবেষণা শেষে জানা যায়, বায়ু দূষণ মায়োকার্ডিয়াল ফাইব্রোসিসের পাশাপাশি গ্যালেক্টিন ৩ স্তরের মাত্রা মারাত্মক পরিমাণে বাড়িয়ে দেয়। ফলে ক্রনিক কিডনি ডিজিজ আছে, তাদের শরীরে মারাত্মক প্রভাব ফেলে।

বায়ু দূষণের প্রভাবে কিডনি ও রক্তচাপ বেড়ে যাওয়া রীতিমতো দুশ্চিন্তার কারণ। এর থেকে মুক্তির উপায় একটাই, সবাইকে সচেতন হতে হবে।

সূত্র: ইন্ডিয়া টুডে

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর