সূচকের ধসে শেষ হলো পুঁজিবাজারে লেনদেন

হাওর বার্তা ডেস্কঃ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের ধসের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্সের লেনদেন ৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৮৯৮ পয়েন্টে।  এ ছাড়া অপর দুই সূচকের মধ্যে ডিএস৩০ সূচক ২০ পয়েন্ট এবং ডিএসইএস বা শরিয়াহ সূচক ৭ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করছে ২৫৮৫ ও ১৪৬১ পয়েন্টে।

এদিকে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৯টির, কমেছে ২৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ারের।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ২১৬ পয়েন্ট। সূচকটি ২০ হাজার ১৮৭ পয়েন্টে অবস্থান করে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর