শিক্ষার্থীদের সফলতার জন্য প্রয়োজন অব্যাহত প্রচেষ্টা — পররাষ্ট্রমন্ত্রী

হাওর বার্তা ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, শিক্ষার্থীদের সফলতার জন্য
অব্যাহত প্রচেষ্টা থাকা প্রয়োজন। তিনি বলেন, অনেক ভালো ছাত্রও অব্যাহত প্রচেষ্টা না
থাকায় জীবনে সফলতার দেখা পায় না।
গতকাল রাজধানীর একটি হোটেলে তরুণ লেখক সাদ ইসলামের
গ্রন্থ দু’টির প্রকাশনা উৎসবে প্রধান অতিথির
বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে ড. মোমেন বলেন, শুধু শিক্ষার্থী নয়, ব্যক্তিজীবনেও যেকোনো মানুষের
সাফল্যের জন্য এই প্রচেষ্টা এবং সময় ব্যবস্থাপনা জরুরি। তিনি বলেন, গ্রেড অর্জনের
চেয়ে শিক্ষা অর্জন এবং শিক্ষাগত যোগ্যতার চেয়ে মানুষ হিসেবে সফলতা অর্জন বেশি
গুরুত্বপূর্ণ। মন্ত্রী এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রকাশনা বান্ধব উল্লেখ
করে আরো বলেন, সরকারের উদ্যোগের ফলে প্রকাশনার ক্ষেত্র বর্তমানে অনেক বিকশিত
হয়েছে।
কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই
প্রকাশনা উৎসবে সিনিয়র সাংবাদিক ও গাজী টিভির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ
ইশতিয়াক রেজা, তরুণ কথাসাহিত্যিক সাদাত হোসেন এবং লেখক সাদ ইসলাম বক্তব্য
রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বই দু’টির প্রকাশনা প্রতিষ্ঠান অন্যপ্রকাশের
স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর