নেইমারময় ম্যাচে উরুগুয়েকে বিধ্বস্ত করল ব্রাজিল

হাওর বার্তা ডেস্কঃ ল্যাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে উরুগুয়েকে বিধ্বস্ত করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ঘরের মাঠে উরুগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে সেলেসাওরা।

ম্যাচে দুর্দান্ত খেলেছেন ব্রাজিলীয় তারকা নেইমার। একটি গোলের পাশাপাশি দুটি অ্যাসিস্টও করেছেন তিনি। জোড়া গোল করেছেন রাফিনহা। ব্রাজিলের অপর গোলটি করেন গারবোসা গাবি। উরুগুয়ের একমাত্র গোলটি করেন লুইস সুয়ারেস।

ঘরের মাঠে ম্যাচের দশম মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। ফ্রেডের দেওয়া পাসে বল জালে জড়ান নেইমার। এর ৮ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন রাফিনহা। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ব্রাজিল।

বিরতির পর ম্যাচে ৫৯তম মিনিটে নেইমারের পাসে ফের গোল করেন রাফিনহা। ৭৭তম মিনিটে উরুগুয়ের হয়ে একটি গোল পরিশোধ করেন লুইস সুয়ারেস। তবে ম্যাচের ৮৩তম মিনিটে নেইমারের ক্রসে হেডে গোল দিয়ে ব্রাজিলের ৪-১ গোলের জয় নিশ্চিত করেন গাবি।

এই জয়ের ফলে বাছাইপর্বে ১১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ল্যাতিন অঞ্চলের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে ব্রাজিল। সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর