ব্রাজিলের জয়রথ থামিয়ে দিল কলম্বিয়া

হাওর বার্তা ডেস্কঃ আসন্ন কাতার বিশ্বকাপের বাছাইপর্বে টানা নয় ম্যাচ জেতার পর অবশেষে হোঁচট খেলো পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। রবিবার দিবাগত রাতের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় সেলেসাওদের।

কলম্বিয়ার এস্তাদিও মেত্রোপলিতানোতে ম্যাচের শুরু থেকে ব্রাজিলকে চাপে রেখেছিল কলম্বিয়া। যদিও সেলেসাওরা ছাড় দেয়নি স্বাগতিকদের। তবে বার বার বল দখল হারিয়ে প্রতিপক্ষকে সুযোগ তৈরি করে দিচ্ছিল নেইমাররা।

ম্যাচের চতুর্থ মিনিটে এগিয়ে যেতে পারত কলম্বিয়া। কুইন্তেরোর অসাধারণ এক ক্রসে মিনার করা দুর্দান্ত হেড সেভ করেন ব্রাজিলের গোলরক্ষক আলিসন বেকার। ১৪তম মিনিটে ডি বক্সে নেইমারের দেওয়া পাস কাজে লাগাতে পারেনি লুকাস পাকুয়েতা।

বিরতির পর বল দখলে এগিয়ে থেকেও কলম্বিয়ার জালে বল পাঠাতে পারেনি নেইমার-জেসুসরা। ফলে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে তিতের দল। ড্রয়ের পরও ১০ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ল্যাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে ব্রাজিল। ১০ ম্যাচে ৬ জয় ও ৪ ড্রতে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। এক ম্যাচ বেশি খেলা উরুগুয়ে ১৬ পয়েন্ট নিয়ে রয়েছে চতুর্থ স্থানে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর