এবার বাংলাদেশের হয়ে খেলতে আসছেন লন্ডন প্রবাসী স্প্রিন্টার

হাওর বার্তা ডেস্কঃ  জাতীয় ফুটবল দলে খেলছেন দুই প্রবাসী ডেনমার্কের জামাল ভূঁইয়া ও ফিনল্যান্ডের তারিক রায়হান কাজী। কিরগিজস্তানে তিন জাতীয় টুর্নামেন্ট খেলেছেন কানাডা প্রবাসী সেহরান খান।

সাঁতার, জিমন্যস্টিক্সেও জাতীয় দলে খেলেছেন প্রবাসীরা। এবার অ্যাথলেটিকস খেলতে আসছেন এক লন্ডন প্রবাসী। ২৬ বছর বয়সী এই লন্ডন প্রবাসী স্প্রিন্টারের নাম ইমরান রহমান।

অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব মন্টু জানিয়েছেন, ‘আগামীতে জাতীয় দলের হয়ে অ্যাথলেটিকসে অংশ নিতে ৫ অক্টোবর ইংল্যান্ড থেকে ঢাকা আসছেন ইমরান রহমান। তার বর্তমান টাইমিং ৬০ মিটার স্প্রিন্টে ৬.৬৮ সেকেন্ড এবং ১০০ মিটার স্প্রিন্টে ১০.২৭ সেকেন্ড। আগামী ৯ নভেম্বর বিকেএসপিতে বিকেল ৪টা তার ট্রায়াল অনুষ্ঠিত হবে।’

ডিসেম্বরে জাতীয় চ্যাম্পিয়নশিপেও খেলবেন ইমরান। ৬ অক্টোবর সংবাদ সম্মেলনে তার বিষয়ে বিস্তারিত জানাবে ফেডারেশন।

বছর চারেক আগে আলিদা শিকদার নামের এক যুক্তরাষ্ট্র প্রবাসীকে ট্রায়াল ছাড়াই ইসলামী সলিডারিটি গেমসের দলে নিয়েছিল অ্যাথলেটিক ফেডারেশন; কিন্তু আসুস্থতার জন্য খেলতে পারেননি আলিদা।

 

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর