তানোরের সাত ইউনিয়নে ভোট ১১ নভেম্বর

হাওর বার্তা ডেস্কঃ সারা দেশের ন্যায় রাজশাহীর তানোর উপজেলায় দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এ দফায় ৮৪৮ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এর মধ্যে রাজশাহীর তানোর উপজেলার সাত ইউনিয়ন রয়েছে। ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১১ নভেম্বর।

বৃহস্পতিবার সকালে তানোর উপজেলা অফিসের অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, এ সম্পর্কে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন দপ্তর থেকে তাকে মোবাইল ও অনলাইন মাধ্যমে জানানো হয়েছে। সকালে অফিস সময়ে চিঠিও পাওয়া যাবে বলে জানান তিনি।

গোলাম মোস্তফা আরও জানান, ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর।

এ ছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর ও বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১-২৩ অক্টোবর। আর আপিল নিষ্পত্তি ২৪-২৫ অক্টোবর। তবে প্রার্থিতা প্রত্যাহার ২৬-২৭ অক্টোবর প্রতীক বরাদ্দ। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর।

যেসব ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, তা হলো— উপজেলার কলমা, বাধাইড়, পাঁচন্দর, সরনজাই, তালন্দ কামারগাঁ ও চাঁন্দুড়িয়া ইউপিতে ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর