কুমিল্লা-৭ আসনের উপনির্বাচন ডা. প্রাণ গোপাল দত্তের শপথ গ্রহণ আজ

হাওর বার্তা ডেস্কঃ কুমিল্লা-৭ (চান্দিনা) সংসদীয় আসনের উপনির্বাচনে বিজয়ী সংসদ সদস্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত আজ শপথ গ্রহণ করবেন। সংসদ ভবনের নির্ধারিত কক্ষে ওই শপথ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করাবেন বলে জানা গেছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার ৬ দিন পর রোববার নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ূন কবীর খোন্দকার স্বাক্ষরিত গেজেটের মাধ্যমে অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তকে সরকারিভাবে কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য ঘোষণা করা হয়।

রিটার্নিং অফিসার ও কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার বলেন, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় শপথ নেবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।

এর আগে ৩০ জুলাই চান্দিনা থেকে পাঁচবার নির্বাচিত প্রবীণ সংসদ সদস্য সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

৭ অক্টোবর ভোট গ্রহণের দিন ধার্য করে ২ সেপ্টেম্বর শূন্য আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণার পর ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেন ৪ প্রার্থী। যাচাই-বাছাইয়ে একমাত্র স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ার পর ১৮ সেপ্টেম্বর আরও ২ প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করায় একক প্রার্থী হন ডা. প্রাণ গোপাল দত্ত।

২০ সেপ্টেম্বর তাকে একক প্রার্থী ঘোষণা করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং অফিসার।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর