২০ কেজির কাতল ৩৬ হাজারে বিক্রি

হাওর বার্তা ডেস্কঃ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় নারায়ন হালদার নামে এক জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি কাতল মাছ।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১টায় পদ্মা ও যমুনা নদীর মোহনায় মাছটি ধরা পড়ে।

মাছ ব্যাবসায়ী সম্রাট শাহজাহান শেখ বাংলানিউজকে বলেন, আমি মাছটি ৩৪ হাজার টাকা দিয়ে কিনেছি। পরে মোবাইল ফোনে ঢাকার ব্যবসায়িদের সঙ্গে যোগাযোগ করে কেজি প্রতি ১০০ টাকা লাভে মোট ৩৬ হাজার টাকায় বিক্রি করি।

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা রোকোনুজ্জামান বাংলানিউজকে বলেন, পদ্মায় পানি কমতে শুরু করেছে। তাই জেলেদের জালে এখন বড় বড় মাছ ধরা পড়ছে। আমরা নদীর এ এলাকায় বড় বড় মাছের জন্য অভয়াশ্রম গড়ে তোলার চেষ্টা করছি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর