৩ বছর পর দেশে ফিরলো ভারতে পাচার হওয়া ৩৭ কিশোর-কিশোরী

হাওর বার্তা ডেস্কঃ বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরছেন ৩ বছর পর ভারতে পাচার হওয়া ৩৭ জন বাংলাদেশি কিশোর-কিশোরী। দালালের মাধ্যমে অবৈধ পথে এসব কিশোর-কিশোরী বিভিন্ন সময়ে ভারতে যান। সোমবার (২০ সেপ্টেম্বর) রাতে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেছে।

জানা যায়, এসব কিশোর-কিশোরীর বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায়। তাদের সবার বয়স ১২ থেকে ১৮ বছরের মধ্যে। প্রায় তিন বছর আগে কাজের কথা বলে বিভিন্ন সীমান্ত দিয়ে তাদের ভারতে পাচার করা হয়।

 

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর