১১ কেজি ওজনের ঢাই মাছ ৩৪ হাজার টাকায় বিক্রি

হাওর বার্তা ডেস্কঃ রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা ও যমুনা নদীর মোহনায় বিলুপ্তপ্রায় ১১ কেজি ওজনের একটি ঢাই মাছ ধরা পড়েছে রাম হালদার নামের এক জেলের জালে।

শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে মোহন মন্ডলের আড়ত থেকে উন্মুক্ত নিলামে ৩১০০ টাকা কেজি দরে ৩৪ হাজার ১০০ টাকায় মাছটি কিনে নেন দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ। এ সময় মাছটি দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। পড়ে মাছটি সীমিত লাভে বিক্রির জন্য ঢাকায় যোগাযোগ করেনি তিনি।

সম্রাট শাজাহান শেখ জানান, সকালে নিলামের মাধ্যমে সর্বোচ্চ দামে একটু লাভের আশায় ঢাই মাছটি কিনেছেন। এখন ৩২০০ টাকা কেজি দরে বিক্রির চেষ্টা করছেন। ঢাই মাছ সচরাচর ধরা পড়ে না। কয়েকমাস আগে সাড়ে ৪ কেজি ওজনের একটি মাছ পেয়েছিলেন। এটি খেতে অনেক সুস্বাদু তাই মাছটির চাহিদাও অনেক বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর