মমতার উপ-নির্বাচন সংবিধানবিরোধী অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা

হাওর বার্তা ডেস্কঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেও এখনো নির্বাচনে জেতা বাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের। সম্প্রতি কলকাতার ভবানীপুরের একটি আসনে উপ-নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে। এখানেই লড়বেন মমতা। তবে এ উপ-নির্বাচন সংবিধানবিরোধী- এমন অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছেন সব্যসাচী চট্টোপাধ্যায়। মামলাটি গ্রহণ করেছেন আদালত। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এসব জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

বলা হয়, বৃহস্পতিবার এই মামলার আবেদনের শুনানিতে মামলাকারী আইনজীবী সব্যসাচী বলেন, ‘মুখ্যসচিব শুধু একটি চিঠি লিখেছিলেন কমিশনকে। কেন কোনো রাজ্যের মুখ্যসচিব একটি নির্দিষ্ট কেন্দ্রের জন্য ভোট চাইলেন? মুখ্যমন্ত্রী কে হবেন, সেটি তো মুখ্যসচিব ঠিক করতে পারেন না। শুধুমাত্র তার চিঠির প্রেক্ষিতেই কেন ভোটের দিন ঠিক করা হল? এখনও তো অন্য চারটি কেন্দ্রে উপনির্বাচন বাকি আছে। এই সিদ্ধান্ত তো সংবিধানবিরোধী।’

 

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর