সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই গানের শিল্পী কে এই তরুণী?

হাওর বার্তা ডেস্কঃ কথা নয়, শুধু গানের সুরই যে সংগীতপ্রেমীদের মোহাচ্ছন্ন করে ফেলে তার প্রমাণ আবারও পাওয়া গেল।

গত কয়েক দিন ধরে নেটদুনিয়ায় ভাইরাল একটি গান—  ‘মানিকে মাগে হিতে’। গানের ভাষা অচেনা। একটি শব্দের অর্থও জানেন না বাংলাদেশের কেউ। ভারতেরও অনেক প্রদেশের নাগরিকদের জানা নেই গানের অর্থ।

কিন্তু গানের সুরে বুঁদ হয়ে গেছেন সবাই। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক সবখানেই এখন গানটি নিয়ে আলোচনা। অনেক শিল্পী এর কভার সং তৈরি করেছেন। কেউ কেউ ভিন্ন রিদম জুড়েছেন। নতুন নতুন র্যাপ যোগ করে গানটিকে আরও জনপ্রিয় করে তুলেছেন। সিংহালী ভাষার এই গানের তামিল, মালয় ও বাংলা সংস্করণ বের হয়েছে ইতোমধ্যে।

আর এই গান দিয়ে ভাইরাল হয়েছেন একটি মিষ্টি চেহারার তরুণী। গানের গায়িকা তিনি। শুধু গানের সুরই নয়; ওই তরুণীর চাহনী আর হাসি মুগ্ধ করেছে কোটি হৃদয়কে।

কৌতূহলীরা জানতে চান কে এই তরুণী, কী তার পরিচয়?

এই গায়িকা শ্রীলংকার বাসিন্দা। তার নাম ইয়োহানি ডি সিলভা। তবে সোশ্যাল মিডিয়ায় তিনি ইয়োহানি নামে সুপরিচিত। তার বয়স মাত্র ১৮ বছর।

এ বয়সেই প্রতিভার ঝলকানি দেখিয়েছেন ইয়োহানি। তিনি নিজেই গান লেখেন ও সুর করেন। গান গাওয়ার পাশাপাশি বাদ্যযন্ত্রের ব্যবসাও রয়েছে তার। বিদেশি বাদ্যযন্ত্র আমদানি করে শ্রীলংকায় বিক্রি করেন, আবার সেখানকার স্থানীয় বাদ্যযন্ত্র অন্য দেশে রপ্তানি করেন।

শ্রীলংকায় দারুণ জনপ্রিয় ইয়োহানি। সেখানে নিয়মিত স্টেজ শো করেন। এর আগে ইয়োহানির গাওয়া আরেকটি গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।  ‘মানিকে মাগে হিতে’ গানটি এবার তাকে ভারত, বাংলাদেশেও জনপ্রিয়তা এনে দিল। শ্রীলংকায় এখন তাকে ‘র্যাপ প্রিন্সেস’ বলা হচ্ছে। হু হু করে বাড়ছে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ফলোয়াড়। তার ইউটিউবের সাবস্ক্রিবশন সংখ্যাও রাতারাতি বেড়ে এখন আকাশচুম্বী।

‘মানিকে মাগে হিতে’ লাইনটির বাংলা অর্থ হলো ‘তুমি আমার চোখের মণি’। গানটির প্রথম কণ্ঠশিল্পী শ্রীলংকার আরেক র্যাপার সথীশন রাথনায়কা। গত বছরের জুলাই মাসে গাওয়া হয় গানটি। আর চলতি বছরের গত মে মাসে ইয়োহানির পুনরায় রেকর্ড করেন এটি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর