হাওর বার্তা ডেস্কঃ ইউরোপের বর্ষসেরা ফুটবলার হলেন চেলসির মিডফিল্ডার জর্জিনহো। চেলসিকে চ্যাম্পিয়নস লিগ ও ইতালিকে ইউরো জেতানোর পর জর্জিনহোর হাতে উঠল উয়েফার বর্ষসেরা পুরস্কার।
চেলসির মিডফিল্ডার জর্জিনহোর জন্য গত মৌসুম ছিল অবিশ্বাস্য। প্রিমিয়ার লিগে ক্লাবকে চ্যাম্পিয়নস লিগ জিততে সহায়তা করেন তিনি। এছাড়াও ২৯ বছর বয়সী মিডফিল্ডার ইতালির সঙ্গে ইউরো চ্যাম্পিয়নশিপও জেতেন।
এদিকে ডি ব্রুইনা চোট থেকে ফিরে এসে ম্যানসিটিকে প্রিমিয়ার লিগ জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। দারুণ পারফরম্যান্সের স্বীকৃতিতে টানা দ্বিতীয় মৌসুম পিএফএ’র বর্ষসেরা খেলোয়াড় হন।
এছাড়াও উয়েফার বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন চ্যাম্পিয়নস লিগ জয়ী চেলসির কোচ থমাস টুখেল।
এদিকে টানা দ্বিতীয়বার উয়েফার বর্ষসেরার শেষ তিনে ছিলেন না লিওনেল মেসি কিংবা ক্রিস্টিয়ানো রোনালদো। গতবার এই পুরস্কার জেতেন বায়ার্ন মিউনিখের রবার্ট লেভানদোভস্কি।