আগাম আন্দোলনের প্রস্তুতির আহ্বান মির্জা ফখরুলের

হাওর বার্তা ডেস্কঃ সরকার হটানোর জন্য এক দফার আন্দোলনে প্রস্তুতির ডাক দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আওয়ামী লীগকে যদি সরাতে না পারি, তাহলে আমরা বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারব না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে পারব না। মিথ্যা মামলার শিকার হাজার হাজার মানুষকে মুক্ত করতে পারব না। আমাদেরকে রাস্তায় নেমে আসতে হবে, সোচ্চার হতে হবে। এক দফার আন্দোলনের মাধ্যমেই এই ভয়াবহ সরকারকে পরাজিত করতে হবে। সে জন্য আমি আগাম আন্দোলনের প্রস্তুতির আহ্বান জানাচ্ছি।’

তিনি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার দাবি করে বলেন, একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন হতে হবে। জনগণ ভোট দিয়ে তার প্রতিনিধিকে নির্বাচিত করবে, সরকার গঠন করবে। সেসব করতে হলে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে হবে। একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় আমাদের এখন উঠে দাঁড়াতে হবে।

গতকাল রাজধানীর গোড়ানে ফ্রেন্ডস কনভেনশন হলে ‘করোনা হেল্প সেল’ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের আয়োজন করেন ঢাকা-১০ নির্বাচনি এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন খিলগাঁও থানা বিএনপির সভাপতি ইউনুস মৃধা। উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম প্রমুখ।’

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর