একবার জাল ফেলেই ১৭০ মণ ইলিশ, বিক্রয় করেন ৫০ লাখ টাকা

হাওর বার্তা ডেস্কঃ বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে একবার জাল ফেলেই ১৭০ মন ইলিশ নিয়ে ঘাটে ফিরেছেন এফবি আল মদিনা নামে ট্রলারের জেলেরা।

রোববার (২২ আগস্ট) রাতে জাল পেতে সোমবার (২৩ আগস্ট) সকালে জাল তুললে জেলেরা প্রায় ৫০ লাখ টাকার রুপালি ইলিশ পান।

ট্রলারের মাঝি ইমরান হোসেন  বলেন, গত ১৭ আগস্ট পাথরঘাটা মৎস্য অবতরন কেন্দ্রের ঘাট থেকে মাছ ধরার জন্য দক্ষিণ বঙ্গোপসাগরে যান তারা। ১৯ আগস্ট বিকাল থেকে ২২ আগস্ট পর্যন্ত বিভিন্ন স্থানে ৪বার জাল পেতেও কাঙ্খিত ইলিশের দেখা পাননি তারা। এরপর চট্টগ্রামের মৌডুবি এলাকায় গিয়ে রাতে জাল ফেলে সকাল জাল তুলতে গিয়ে প্রচুর ইলিশ পেয়ে পাথরঘাটার মৎস্য অবতরন কেন্দ্রে ফিরে আসেন তারা।

ট্রলারের মালিক ও আরৎদার সমিতির সাধারণ সম্পাদক এনামুল হোসাইন  বলেন, একসাথে প্রচুর মাছ পাওয়ায় ট্রলারের মাঝি ইমরানকে স্বর্নের চেইন উপহার দিয়েছেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, মঙ্গলবার (২৪ আগস্ট) বেলা ১২টার দিকে মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের ওজন প্রকারভেদে ২১ থেকে ৫২ হাজার টাকা মণ হিসেবে বিক্রয় করেন ৫০ লাখ টাকা।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর