হাওর বার্তা ডেস্কঃ অবশেষে চূড়ান্ত হলো দক্ষিণ এশিয়ার ফুটবল বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপের সূচি।
পয়লা অক্টোবর মালদ্বীপে বসবে সাফের ১৩তম আসর। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।
রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে হবে এবারের আসর। টেবিলের শীর্ষ দু’দল ফাইনালে মুখোমুখি হবে ১৩ অক্টোবর।
৩০ আগস্ট সিলেটে সাফ শুরু হবার কথা থাকলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অপারগতা জানানোয় পিছিয়ে মালদ্বীপে চলে যায় টুর্নামেন্টটি।
বাংলাদেশ সময় অনুযায়ী সাফ ২০২১ এর সময়সূচি
১ অক্টোবর
নেপাল-মালদ্বীপ (বিকেল ৪টা)
বাংলাদেশ-শ্রীলঙ্কা (রাত ৯টা)
৩ অক্টোবর
বাংলাদেশ-ভারত (বিকেল ৪টা)
নেপাল-শ্রীলঙ্কা (রাত ৯টা)
৬ অক্টোবর
শ্রীলঙ্কা-বাংলাদেশ (বিকেল ৪টা)
মালদ্বীপ-বাংলাদেশ (রাত ৯টা)
৮ অক্টোবর
মালদ্বীপ-শ্রীলঙ্কা (বিকেল ৪টা)
ভারত-নেপাল (রাত ৯টা)
১১ অক্টোবর
বাংলাদেশ-নেপাল (বিকেল ৪টা)
মালদ্বীপ-ভারত (রাত ৯টা)
১৩ অক্টোবর
ফাইনাল
মুখোমুখি হবে রাউন্ড রবিন লিগের সেরা দুইদল (রাত ৮টা)