ফ্রেন্ডশিপ দিবস এলে

ড.গোলসান আরা বেগমঃ

মনে পড়ে টিএসসির মোড়ে দাঁড়িয়ে
একটি বাদামী ফুল হাতে
দিয়েছিলাম বাড়িয়ে
সাদা খামের চিঠির সাথে।

ছুঁয়ে দেখবে কি দেখবে না
ভাবতে না ভাবতেই
দু’চোখ লাফিয়ে বললো তোমায়
বন্ধুত্ব করতে চাই।

ফুলের কি দোষ ছিলো
মিস্টি মধুর শিহরণে কাঁপছিলে
কি ভেবে তুমি
ভাবলেশহীন ছিলে।

তুমি না আমি
আমি না তুমি
কে হবে প্রেমের পূঁজারী
সেই থেকে প্রেমিক তুমি।

বাজাও বাশীঁর সুর সন্ধ্যা দুপুর
ডা-ডু-ডু খেলি জলে ডুবে
মনে পড়ে ফ্রেন্ডশিপ দিবস এলে
লজ্জা পাই সে দিনের কথা ভেবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর