মূর্খতার হাতছানি

আইয়ূব মাস্টারঃ

বিলুপ্ত হতে চলেছে ধারাবাহিক শিক্ষা ব্যবস্থা
নিভো নিভো প্রায় শিক্ষার আলো
টেনে নিয়ে যাচ্ছে সেদিকেই মোদের
বন্ধ হয়ে থাকা বিদ্যালয় গুলো।।

এলোমেলো প্রাতিষ্ঠানিক শিক্ষার ধারা
চালু হবে ঘরে ঘরে বিদ্যালয়
বিফল হবেনা চৌদ্দশ বছর আগের কথা
একটুখানি ভাবুন পণ্ডিত মহাশয়।।

স্কুল কলেজ মাদরাসা বিশ্ববিদ্যালয়
নীরব কেন চেতনার এই বাতিঘর
জ্ঞান পিপাসু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম
কেমন যেন ওরা এখন নড়ভড়।।

আসিতেছে ফিরে আইয়্যামে জাহিলিয়াত
যা কিনা মূর্খতার উজ্জল দৃষ্টান্ত
খতম করে জগত খ্যাত জ্ঞানী গুণী
তবেই কি পৃথিবী আবার হবে শান্ত?

কি জানি এই করোনা নামক মহামারী
কেড়েই নিবে দুনিয়ার শ্রেণীভিত্তিক শিক্ষা
ফিরে আর আসছেনা যে সুদিন
জ্ঞান সন্ধ্যানীরা করিতেছে প্রতীক্ষা।।

ভয়ংকর মহামারী যতোই থাকুক জগতে
পাপ তো চলিতেছে অহরহ দিবানিশী
পাপের খড়া হইলে ভারি গজব নামিবে দেশে
বুঝিতে পারিলাম অহীর জ্ঞান চুষী।।

জেনা বেভিচারের থাকে যদি ছড়াছড়ি
ঘরে বাইরে দুর্ভিক্ষ করিবে হানা
জীবন বাচাঁতেই লাগিবে টানাটানি
ভেঙ্গে যাবে প্রচলিত শিক্ষার ডানা।।

অফিস আদালতে শিক্ষা প্রতিষ্ঠানে
জাতীয় নেতৃত্ব করছে ধর্ষণ আজ
শিক্ষক বিচারক প্রশাসক চেয়ারম্যান
নারীর ইজ্জত লুন্টনে শ্রেষ্ঠ লুটতরাজ।।

প্রকাশ্যে দিবালোকে জমছে ধর্ষণের হিরিক
কলংকমুক্ত অপরাধিরা; বিচারের নামে প্রহসন
যৌন কর্মীরা খুলছে সেক্সক্লাব পতিতা
উকাজ মেলার মতো কতোনা আয়োজন।।

হরেক রকম জুয়াড়ি উঠছে মেতে মাঠে ময়দানে
লুন্টিত হচ্ছে আমাদের অসহায় জাতি
সুদখুর ঘোষখুর নিঃস্ব করেছে মানবতা
সততা নিচ্ছে বিদায় বুলন্টিত দেশের খ্যাতি।।

কলংকিত জাতির নকীব আলেম ওলামা
মামলার ভারে নুয়ে পড়েছে তাদের ঘাড়
বিবেকহীন আদালতে ধরণা দিচ্ছে তারা
জেল জুলুম রিমান্ডের শিকার বার বার।।

মূর্খ যুগের মতো মারামারি হানহানি হত্যাযক্ত
পত্রিকা লালে লাল রক্তের হলি খেলায়
মাঠে ঘাটে মরদেহ অজানা কতো লাশ
তবে কি দুনিয়ার গতি আখেরী জামানায়?

জাহেলি যুগে ছিলনা কোনো বাচ বিচার
আজ কাল যেন মনে হয় ঠিক তাই
ফেলে দিতো সে যুগে কন্যা জাতের জন্ম হলে
আড়ালে জঙ্গলে তাও খোঁজে পাই।।

নিরাপদে নারী ফিরিতোনা বাড়ি
নির্যাতিত হতো লাঞ্চিত হতো রাস্তায়
দেখি যদি মিলায়ে সেকাল-একাল
অধুনা দুনিয়ায় কতো বোনের জীবন যায়।।

হাতের মুঠোয় করছে লাফালাফি বেহায়া উলঙ্গনারী
দেখছে বসে ছেলে মেয়েরা ঠান্ডা মাথায়
বেশ্যা চলে সেজে গুজে হেলে দোলে
আমাদের এই ডিজিটাল বাংলায়।।

উচ্চ শিক্ষার দোয়ার বন্ধ খুলবেনা তো আর
শিক্ষা দীক্ষা যাচ্ছে চলে আসবেনা তো ভবে
না গেলেও নিচ্ছে টেনে মূর্খ যুগে ধরে
আশা করা যায়না এখন আগের মতো হবে।।

সহকারী শিক্ষক, বিরামচর সরকারি প্রাথমিক বিদ্যালয়-বৈরাটি,মিঠামইন কিশোরগঞ্জ। 

 

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর