এক কাঁঠালের দাম ১৩০০ টাকা!

হাওর বার্তা ডেস্কঃ রাজশাহীর বাঘায় একটি কাঁঠাল ১ হাজার ৩০০ টাকা বিক্রি করতে দেখা গেছে। বুধবার আড়ানী পৌর বাজারের তালতলায় এই কাঁঠালটি বিক্রি করা হয়েছে।

জানা যায়, আড়ানী কুশাবাড়িয়া গ্রামের তহিদুল ইসলাম নামের এক কাঁঠাল ব্যবসায়ী কালুহাটি গ্রামের মজিবর রহমানের কাছে থেকে একটি কাঠাল এক হাজার টাকায় কিনে আনেন। তিনি আড়ানী পৌর বাজারের তালতলায় সেই কাঁঠালটি এক হাজার ৩০০ টাকায় বিক্রি করেন। কাঁঠালটি ক্রয় করেছেন পাবনার চাটমোহরের আরেক কাঁঠাল ব্যাপারী হাবিবুর রহমান।

আড়ানী কুশাবাড়িয়া গ্রামের কাঁঠাল ব্যবসায়ী তহিদুল ইসলাম বলেন, আমি আমের পর গ্রামে গ্রামে গিয়ে কাঁঠাল ক্রয় করে এনে আড়ানী বাজারের বিক্রি করি। এখানে ঢাকা, পাবনাসহ বিভিন্ন এলাকার ব্যাপারীরা এসে কাঁঠাল কিনে নিয়ে যান। আমি কয়েক বছরের মধ্যে এটিই বড় কাঁঠাল হিসেবে ক্রয় করে বিক্রি করেছি।

পাবনার চাটমোহরের কাঁঠাল ব্যাপারী হাবিবুর রহমান জানান, আমি এই এলাকায় ৩০ বছর থেকে আমের পর কাঁঠালের ব্যবসা করি। ৬০ কেজি ওজনের কাঁঠালটি এক হাজার ৩০০ টাকায় ক্রয় করেছি। পাবনা এলাকায় বিক্রি করব।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর