১৩ বছর বয়সে অলিম্পিক স্বর্ণপদক

হাওর বার্তা ডেস্কঃ বয়স শুধুমাত্র যে একটি সংখ্যা তা আরও একবার প্রমাণ করে দিলেন জাপানের মমজী নিশিয়া। ১৩ বছর বয়সী এ কিশোরী জিতলেন টোকিও অলিম্পিকের স্বর্ণপদক।

একটুর জন্য বিশ্বরেকর্ড গড়া হয়নি। নয়তো সর্বকনিষ্ঠ অ্যাথলেট হিসেবে অলিম্পিকের স্বর্ণপদক জিততে পারতেন তিনি।

তা-ও কম কিসের। প্রথমবার স্কেটিং যুক্ত হয়েছে অলিম্পিকে। প্রথম আসরের স্বর্ণপদক উঠল তার গলায়। ১৫.২৬ স্কোর গড়ে স্বর্ণপদক পেয়েছেন তিনি। ১৪.৬৪ স্কোর নিয়ে রৌপ্য পদক পেয়েছেন ব্রাজিলের রায়সা লিয়াল। মজার তথ্য হচ্ছে, তার বয়সও ১৩ বছর। জাপানের আরেক কিশোরী ফুনা নাকাইয়ামা ১৪.৪৯ স্কোর করে জিতেছেন ব্রোঞ্জপদক।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর