,

2ce6e7a84b413effe4288df9a3d73373

এশিয়ার সুদর্শন পুরুষের তালিকায় শীর্ষে যে নায়ক

হাওর বার্তা ডেস্কঃ ফ্যান্সি অডস ‘টপ টেন মোস্ট হ্যান্ডসাম ম্যান ২০২১’-এর তালিকা প্রকাশ পেয়েছে কিছুদিন হলো। আর এই তালিকায় এশিয়ার সুদর্শন পুরুষের তকমাটা নিজের করে নিলেন দক্ষিণের জনপ্রিয় সুপারস্টার প্রভাস।

এই তালিকায় সবার ওপরে রয়েছেন এই অভিনেতা। প্রভাস ছাড়াও আরো এক ভারতীয় জায়গা করে নিয়েছেন। তিনি হলেন- ভিভিয়ান ডিসেনা।

এছাড়াও ‘টপ টেন মোস্ট হ্যান্ডসাম ম্যান ২০২১’-এর তালিকায় রয়েছেন পাকিস্তানের দুই অভিনেতাও। তারা হলেন- ইমরান আব্বাস নকভি ও ফাওয়াদ খান।

‘বাহুবলী’ সিরিজের সাফল্যের পর দক্ষিণের প্রভাসে তকমা হয়ে যায় ভারতের প্রভাস। এরপর থেকে চর্চা শুধু প্রভাসকে নিয়েই। ‘বাহুবলী’র পর থেকে আলোচনা নতুন ছবি কবে আসবে। বিয়ে কবে, কার সঙ্গে বিয়ে—ভক্তদের এ নিয়ে জোর আলোচনা।

প্রথম হিন্দি ছবি ‘সাহো’ মুক্তি পরও প্রভাস সম্পর্কে উন্মাদনা কমেনি। জীবনে অভিনেতা হতে না চাওয়া প্রভাসই এখন ভারতের অন্যতম বড় তারকা। তার পুরো নাম ভেনকাটা সত্যনারায়ণ প্রভাস রাজু উপ্পলাপতি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর